হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর(২২)‘কে ময়মনসিংহ র্যাব-১৪ গ্রেপ্তার
ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
২০১৬ সালে বহুল আলোচিত গাজীপুরের জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল (২৭) হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর(২২)‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪
গাজীপুরের জয়দেবপুর থানার মামলা নং-০৯, তারিখঃ ০২/১১/২০১৬ ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, দায়রা নং-২৩৯/১৯ মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর (২২)‘কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে।
উক্ত আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারী ২০২৫ রাত অনুমান ৩ টায় র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টুটুল (২৭) হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর (২২), পিতা-মৃত আঃ রহমান, সাং-ঈশ্বরগঞ্জ সদর দত্তপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।(লুৎফা বেগম,সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫