|
প্রিন্টের সময়কালঃ ১৯ অক্টোবর ২০২৫ ০২:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৪:২০ অপরাহ্ণ

জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির


জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির


জাতীয় জুলাই সনদে ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও অংশ নেয়নি ছাত্র–জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতা থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দলটির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
 

সেদিনই ঢাকায় জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ঐকমত্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে। কয়েকটি দলের বৈঠক মানেই জাতীয় ঐক্য নয়। প্রকৃত ঐক্য তখনই গড়ে উঠবে, যখন শ্রমিক, কৃষক, শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষ দেশের কল্যাণে একসঙ্গে কাজ করবে এবং নিজেদের অধিকারের জন্য লড়বে।”
 

এর আগে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, “যেহেতু এ সনদ স্বাক্ষর অনুষ্ঠান কোনো আইনি ভিত্তি তৈরি করছে না, তাই এটি কেবলই একটি আনুষ্ঠানিকতা। আমরা বারবার বলেছি, আইনি ভিত্তি ছাড়া এমন প্রক্রিয়া জুলাই ঘোষণাপত্রের মতো একতরফা দলিলে পরিণত হবে।” তিনি আরও জানান, ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, এনসিপি পরবর্তী ধাপে অংশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে এবং দাবি পূরণ হলে তবেই সনদে সই করবে।
 

বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে একই বক্তব্য তুলে ধরেছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আইনি নিশ্চয়তা ও আদেশ ছাড়া জুলাই সনদে সই করা মানে হবে মূল্যহীন একটি পদক্ষেপ।”
 

এরপর দিনভর সরকার পক্ষ থেকে এনসিপিকে রাজি করাতে নানা তৎপরতা চলে। রাতেও সরকারের একাধিক উপদেষ্টা দলটির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন। এমনকি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলামের বাসায় গিয়ে বোঝানোর চেষ্টা করেন। তিনি দাবি করেন, এনসিপি সইয়ের বিষয়ে নমনীয় হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এক বার্তায় জানান, তারা অনুষ্ঠানে অংশ নেবেন না। পরবর্তী সময়ে, সংস্কারের প্রক্রিয়ায় যুক্ত হয়ে সনদে সই করার সুযোগ থাকলে তা বিবেচনা করা হবে।
 

অন্যদিকে, গতকাল পঞ্চগড়ে এক অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারের মধ্যে এখন দায়সারা মনোভাব দেখা যাচ্ছে। তারা শুধু জুলাই সনদে সই করিয়ে নির্বাচনমুখী হতে চায়। এতে সংস্কার হোক বা না হোক, আইনি ভিত্তি থাকুক বা না থাকুক—তারা দায় সারতে চায়। আমরা এই দায়সারা মনোভাবের অংশীদার হতে পারি না।”
 

তিনি আরও বলেন, “সরকারের এই ভানভঙ্গিই আমাদের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার মূল কারণ।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫