শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে ভারত থেকে পাথর আমদানি বন্ধ

শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। ২০২৪ সালের ৮ই জানুয়ারি থেকে সিলেটের সবকটি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ করে দেন আমদানিকারকরা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত থেকে আমদানিকৃত পাথরের ওপর শুল্ক অতিরিক্ত হারে বৃদ্ধি করে। এর ফলে আমদানিকারকদের খরচ বেড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করে তারা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেন।
আমদানিকারকরা দাবি করেন, প্রতি মেট্রিক টন পাথরের ওপর শুল্ক টন প্রতি ১১ ডলার থেকে ১৩ ডলারে বৃদ্ধি করা হয়েছে। এতে আমদানিকারকদের প্রতি টনে খরচ বাড়বে ২ ডলার। এছাড়াও, প্রতি টনে ৩৬ টাকা রাজস্বও বাড়ানো হয়েছে।
তারা বলেন, পাথর একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী। শুল্ক বৃদ্ধির ফলে পাথরের দাম বাড়বে। এতে নির্মাণ খাতে ব্যাঘাত ঘটবে।
আমদানিকারকদের দাবি মেনে নিয়ে শুল্ক কমানো হলে তারা আমদানি চালু করবেন বলে জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫