|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুন ২০২৩ ০৩:৩৪ অপরাহ্ণ

বিপদে আফগানিস্তান বাংলাদেশের পেস আক্রমণে


বিপদে আফগানিস্তান বাংলাদেশের পেস আক্রমণে


ফগানিস্তানের ইনিংসের শুরুতেই ইব্রাহিম জারদানকে আউট করার দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। স্লিপে যাওয়া ক্যাচ শান্ত সহজেই ধরতে পারতেন, কিন্তু অকারণে ডাইভ দিয়ে সেটি মিস করেন লিটন দাস। 

পরের বলেই রান-আউটের সুবর্ণ সুযোগ পেয়েও মিস করেন বোলার তাসকিন আহমেদ। অবশেষে  এসি ইব্রাহিমকে (৬) ফেরান শরীফুল। তার বলে ক্যাচ নেন লিটন দাস।


১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতেই ইবাদত হোসেনের বলে জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন অপর ওপেনার আব্দুল মালিক। মধ্যাহ্নবিরিতের আগের ওভারে ইবাদতের দ্বিতীয় শিকার রহমত শাহ (৯)।

৩ উইকেটে ৩৫ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় আফগানিস্তান। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮২ রানে অল-আউট হয়। প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত (১৪৬)। এ ছাড়া সেঞ্চুরি মিস করেন ওপেনার মাহমুদুল হাসান (৭৬)।

শান্ত আর মাহমুদুলের দ্বিতীয় উইকেট জুটি ছিল ২১২ রানের। তবে আজ দ্বিতীয় দিনে আর মাত্র ২০ রান যোগ করতে পারেন শেষ পাঁচ ব্যাটার। দিনের শুরুতেই মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি গড়া মেহেদি হাসান মিরাজ (৪৮) ফেরেন ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজার তালুবন্দি হয়ে।


মুশফিকুর রহিমের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটি ছিল ৮৩ রানের। পরের ওভারেই নিজাত মাসুদের ছোড়া দুর্দান্ত এক বাউন্সারে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক (৪৭)।

লোয়ার অর্ডারের কেউই ভূমিকা রাখতে পারেননি। ১৬ ওভারে ৭৯ রানে পাঁচ উইকেট নিয়েছেন অভিষিক্ত নিজাত মাসুদ। ইয়ামিন আহমেদজাই নিয়েছেন ৩৯ রানে ২টি উইকেট।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫