চট্টগ্রাম প্রেসক্লাবে মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও প্রবীণ সাংবাদিক মো. জাহিদুল করিম কচি।

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজিত মানববন্ধনে বক্তব্যে তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তখন গণমানুষের দুর্ভোগ ও বাস্তবতা গণমাধ্যমে তুলে ধরার সুযোগ ছিল না। এখন সেই অন্ধকার সময়ের অবসান ঘটেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠক মো. আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সচিব মো. কবির হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মীর। আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক ও সাংবাদিক মো. শাহরিয়ার সমুন, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মানবাধিকার কর্মী মো. মনিরুল ইসলাম, মো. তানভীর হোসেন, নারী নেত্রী শাহনাজ পারভীন, জিয়াউল হক জিয়া এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৭টায় উত্তর পতেঙ্গার স্টিল মিলস বাজার এলাকায় মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫