|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৯:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৪ ০৩:৪৫ অপরাহ্ণ

৭০ দিন পর উদ্ধার হল নিখোঁজ কিশোর জিহাদ


৭০ দিন পর উদ্ধার হল নিখোঁজ কিশোর জিহাদ


ঢাকা প্রেস
আশুলিয়া প্রতিনিধি:-

 

ঢাকার আশুলিয়ায় গত ৫ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন কিশোর জিহাদ। দীর্ঘ ৭০ দিন পর তাকে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ।
 

জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিহাদ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে অনেক খুঁজেছেন। তবে কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তারা।

 

পুলিশ জানিয়েছে, জিহাদ মা-বাবার ওপর রাগ করে বাসা থেকে বের হয়ে যান। পরে তিনি টঙ্গীতে এক ব্যক্তির সহযোগিতায় কাজ শুরু করেন। নিখোঁজের পরদিন তার মোবাইল চুরি হয়ে যায়। এই মোবাইলের সূত্র ধরেই তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

জিহাদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই খবরে পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা। জিহাদের বাবা বেলাল হোসেন জানিয়েছেন, তিনি ভেবেছিলেন তার ছেলেকে আর কখনো ফিরে পাবে না। পুলিশের এই প্রচেষ্টায় তিনি খুব খুশি।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক অলক কুমার দে জানিয়েছেন, তিনি জিহাদ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করেছেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে খুব কম সময়ের মধ্যেই জিহাদকে খুঁজে পাওয়া গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫