|
প্রিন্টের সময়কালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৫ ০৫:০২ অপরাহ্ণ

খুলনায় বিএনপি নেতাকর্মীদের থানা অভিযান: আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ


খুলনায় বিএনপি নেতাকর্মীদের থানা অভিযান: আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ


খুলনা প্রতিনিধি:

 

খুলনার ডুমুরিয়া উপজেলায় আওয়ামী লীগের মাগুরখালী ইউনিয়ন সহসভাপতি সুকৃতি মণ্ডলকে ছাড়ানোর চেষ্টা করে বিএনপির শতাধিক নেতাকর্মী। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডুমুরিয়া থানায় এ ঘটনা ঘটে। তবে নেতাকর্মীরা তাদের চেষ্টা সফল করতে পারেননি।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুকৃতি মণ্ডলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় গিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করেন।
 

ডুমুরিয়া থানার মাগুরখালী ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, “২০২৪ সালের জানুয়ারিতে মাগুরখালী গ্রামে লুটপাট ও ভাঙচুরের মামলায় মঙ্গলবার রাতে সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন বিএনপি নেতার ফোন পেয়েছি। থানার এলাকায় তখন বেশ উত্তেজনা বিরাজ করছিল।”
 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন দাবি করেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুকৃতি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপির হয়ে কাজ করছিলেন। তাই তাকে থানা থেকে ছাড়ানোর চেষ্টা করেছি। যদিও তিনি আওয়ামী লীগ থেকে পদ ত্যাগ করেননি, তবুও নির্বাচনী কাজে আমাদের সহায়তা করছেন।”
 

থানার ওসি কামাল হোসেন বলেন, “সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।”
 

উল্লেখ্য, সুকৃতি মণ্ডলের বিরুদ্ধে চাঁদাবাজি, নদী-খাল দখল এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানিসহ একাধিক অভিযোগ রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫