কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গত শনিবার তাঁর কন্যার জন্ম হয়েছে বলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানান স্বরা। আজ সোমবার মেয়ে ও মেয়ের বাবা ফাহাদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছেন তিনি।
মেয়ের নাম রেখেছেন রাবিয়া। নীনা গুপ্তা, গৌরী খানসহ আরও অনেকে স্বরা ও ফাহাদকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছরের জানুয়ারিতে ভারতের তরুণ রাজনৈতিক ফাহাদ আহমেদকে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ মেনে বিয়ে করেন স্বরা ভাস্কর। মার্চে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। তাঁদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। জুনে ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করেন স্বরা ভাস্কর।
ফাহাদের সঙ্গে স্বরার প্রথম দেখা হয় ২০২০ সালে। ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে চলছিল আন্দোলন। সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন স্বরা ভাস্করও। সেখানেই ফাহাদের সঙ্গে পরিচয় হয় স্বরার। এরপর প্রেম আর প্রেম থেকে এ সম্পর্ক গড়ায় পরিণয়ে।
স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমা মুক্তি পায় গত বছরের ১৬ সেপ্টেম্বর।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫