|
প্রিন্টের সময়কালঃ ১৯ অক্টোবর ২০২৫ ০৫:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ণ

শাহজালাল বিমানবন্দরে আগুন: ১৭ আনসার সদস্য আহত, ৯ জন সিএমএইচে ভর্তি


শাহজালাল বিমানবন্দরে আগুন: ১৭ আনসার সদস্য আহত, ৯ জন সিএমএইচে ভর্তি


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে বাংলাদেশ আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

 


 

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও উপপরিচালক আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার পর আনসার সদস্যরা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন এবং সিটি ব্যাংকের বুথ থেকে প্রায় ৫ কোটি টাকা নিরাপদে উদ্ধার করেন।

 


 

আশিকুজ্জামান বলেন, “উদ্ধার অভিযানে অংশ নেওয়া ১৭ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে ভর্তি করা হয়েছে এবং বাকি সাতজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে থাকা প্রায় এক হাজার আনসার সদস্য উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকার ৮ নম্বর গেটের পাশে আগুন লাগে। ২টা ৩০ মিনিটে তারা খবর পেয়ে ২টা ৩৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে একে একে মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “আগুন নিয়ন্ত্রণে ৩৭টি ইউনিট কাজ করছে, আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে।”
 

আনসারের উত্তর জোন কমান্ডার গোলাম মৌলাহ তুহিন বলেন, “আমাদের সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়েই ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাহিনী ঘটনাটির সার্বিক তদারকি করছে এবং আহত সদস্যদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে।”
 

ইমপোর্ট কার্গো এলাকার ওই অংশে বিভিন্ন কোম্পানির আমদানি করা কেমিক্যাল, গার্মেন্টস, ইলেকট্রনিকস ও মেশিনারিজ পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫