চেন্নাইকে ৮ উইকেটে হারাল লাখনৌ

আইপিএলের এবারের আসরের ৩৪ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে লাখনৌ সুপার জায়ান্টস। শুক্রবার (১৯ এপ্রিল) চেন্নাইয়ের দেয়া ১৭৭ রানের টার্গেট ৬ বল হাতে রেখেই পৌঁছে যায় লাখনৌ।
নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লাখনৌর দুই ওপেনার কুইন্টন ডি কক ও কে এল রাহুল। দুজন মিলে গড়েন ১৩৪ রানের উদ্বোধনী জুটি। ইনিংসের ১৫ তম ওভারে ৪৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে মোস্তাফিজুর রহমানের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডি কক।
এরপর ক্রিজে আসেন নিকোলাস পুরান। ৫৩ বলে ৮২ রান করে আউট হন কে এল রাহুল। রাহুলের বিদায়ের পর নতুন জুটি গড়েন পুরান-স্টইনিস। শেষ পর্যন্ত পুরানের ২৩ ও স্টইনিসের ৮ জয়ের বন্দরে পৌঁছে দেয় রাহুলদের। চেন্নাইয়ের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন মোস্তাফিজ ও পাথিরানা।
মুস্তাফিজ এদিন একটু খরুচে ওভার করেন। ফিজ ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে দেন ৪৩ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। আজিঙ্কা রাহানের ৩৬, মঈন আলীর ৩০, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ১৭ ও শেষদিকে ধোনির ৯ বলে ঝড়ো ২৮ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পায় চেন্নাই।
লাখনৌর পক্ষে ক্রুনাল পান্ডিয়া ১৬ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। ১টি করে উইকেট পান মহসীন খান, ইয়াশ ঠাকুর, রবি বিষ্ণুই ও মার্কাস স্টইনিস।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫