বৃক্ষমেলা থেকে অন্তত একটি গাছ কেনার আহ্বান

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :-
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যে ময়মনসিংহে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫। আজ বুধবার (২ জুলাই) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বৃক্ষ আমাদের শস্যভান্ডার। খাদ্যের প্রধান উৎস এই গাছ। গাছ আমাদের অক্সিজেন দেয়, খাবার দেয়—এরা স্বজীবী, আমরা পরজীবী। গাছ লাগানো শুধু উপকারের নয়, এটি একটি সওয়াবের কাজও। আমি সবাইকে আহ্বান জানাই, মেলায় এসে অন্তত একটি করে গাছ কিনুন ও লাগান। বৃক্ষমেলা শুধু প্রদর্শনী নয়, এটি একটি সামাজিক আন্দোলন, একটি জনসচেতনতামূলক ক্যাম্পেইন।”
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলাটি। মেলায় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন নার্সারি থেকে আগত উদ্যোক্তাদের ৩২টি স্টল অংশগ্রহণ করছে, যেখানে নানা প্রজাতির বৃক্ষ ও গাছের চারা প্রদর্শন ও বিক্রি হচ্ছে।
বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “আমরা মানুষ হয়েও নির্বিচারে গাছ কেটে প্রকৃতির বিপর্যয় ডেকে আনছি। অথচ গাছ আমাদের জন্য খাবার, ঔষধ, এমনকি নির্মল বাতাস সরবরাহ করছে। আমরা যা নিঃশ্বাসে ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড গাছ শোষণ করে নিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশ রক্ষায় এখনই সচেতন হতে হবে। গাছ লাগানোই বায়ুদূষণ রোধের সবচেয়ে কার্যকর উপায়।”
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, রেঞ্জ ডিআইজির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
এর আগে মেলার উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়। র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাধারণ জনগণ, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫