আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার

বলিউড অভিনেতা ও মডেল আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ মে) বিকালে বাথরুম থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত মাদকসেবনের কারণে আদিত্য সিং রাজপুতের মৃত্যু হয়েছে।
জানা যায়, আন্ধেরির ১১ তলার নিজ বাসভবনের বাথরুম থেকে উদ্ধার করে এক বন্ধু বিল্ডিংয়ের প্রহরীদের সাহায্যে আদিত্যকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫