|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৬:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ

প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা পড়লেন সাবেক সংসদ সদস্য, জনতার গণপিটুনি


প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা পড়লেন সাবেক সংসদ সদস্য, জনতার গণপিটুনি


ঢাকা প্রেস নিউজ

 

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে প্রকাশ্যে গুলি ছোড়ার পর স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে।
 

রোববার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন একটি পিস্তল ও গুলিসহ তাকে ধরে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পরে সেনাবাহিনী তাকে থানার হেফাজত থেকে নিজেদের জিম্মায় নিয়ে যায়।
 

হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান ঘটনাটি নিশ্চিত করেছেন।
 

স্থানীয়দের ভাষ্যমতে, এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল তার লাইসেন্সকৃত পিস্তল থেকে গুলি ছোড়েন।
 

পুলিশ সুপার রেজাউল হক জানান, “রানা মোহাম্মদ সোহেল চুনারুঘাটের পাকুরিয়া এলাকায় প্রকাশ্যে গুলি চালান। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর সেনাবাহিনী তাকে তাদের হেফাজতে নেয়। তার পিস্তল ও গুলি থানা হেফাজতে রাখা হয়েছে এবং সেনাবাহিনী এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।”
 

তিনি আরও বলেন, “রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হবিগঞ্জের বাইরের থানাগুলোতে মামলা রয়েছে। তিনি চুনারুঘাটে বেড়াতে এসেছিলেন।”
 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “থানা থেকে তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি, তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫