শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ড ‘ষড়যন্ত্রমূলক’ নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিটই কারণ
গত বছরের অক্টোবরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড ‘ষড়যন্ত্রমূলক’ ছিল না বলে তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এ তথ্য জানান। উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। প্রেস সচিবের বক্তব্যের আগে গণভোট অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়।
প্রেস সচিব জানন, কার্গো ভিলেজে কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তূপে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং সেখানে থাকা দাহ্য সামগ্রীর কারণে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ছোট ছোট লোহার খাঁচা থাকায় অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বেশ বেগ পেতে হয়।
তিনি আরও জানান, দেশীয় তদন্ত ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি তুরস্কের একটি দলও তদন্তে অংশ নেয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে, তবে তাদের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনাস্থলে বিমান, সেনা ও নৌবাহিনীও অগ্নিনির্বাপণে যুক্ত হয়। এ কারণে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। প্রায় ২৭ ঘণ্টা পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫