|
প্রিন্টের সময়কালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৯:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৫:১১ অপরাহ্ণ

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে দেশে কোনো ধরনের আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর ভাষায়, “ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
 

সোমবার (১৭ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রায় কার্যকর করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে পূর্বেও চিঠি দেওয়া হয়েছিল। খুব শিগগিরই আবারও চিঠি পাঠানো হবে বলেও তিনি জানান।
 

এদিকে রোববার (১৬ নভেম্বর) যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রয়োজনে পাল্টা গুলি চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
 

ডিএমপি কমিশনারের এই নির্দেশনা সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সেলফ ডিফেন্সের ক্ষেত্রে প্রতিরোধ করার অধিকার প্রত্যেক নাগরিকেরই রয়েছে।”
 

উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

আজ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫