|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৪ ০২:০১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ


চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ


ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এবং আহতদের স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। বুধবার (২৭ নভেম্বর) এ উপলক্ষে কলেজের ক্লাসরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

মূখ্য আলোচক হিসেবে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শবনম মোস্তারী। 

অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়া ও গীতাপাঠের মাধ্যমে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে শিক্ষার্থীরাও বক্তব্য রাখে। 
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি এবং হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সফল করার জন্য কলেজের সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫