জাতীয় পার্টি কার্যালয় ঘিরে উত্তেজনা: সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

ঢাকা প্রেস নিউজ
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ ও পাল্টা কর্মসূচি ঘোষণার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে কার্যালয়টি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর একাধিক দল এলাকায় টহল দিচ্ছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাপা কার্যালয় ঘিরে উত্তেজনা শুরু হয়। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার ব্যানারে একদল কর্মী মিছিল নিয়ে কার্যালয়ের সামনে গেলে জাপা কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সমাবেশের ঘোষণা দিলে জাপা। অন্যদিকে, ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’ ব্যানারে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। জাপা পরে তাদের সমাবেশ স্থগিত করলেও, কোনো ঝুঁকি না নিয়ে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ রানা জানান, নিষেধাজ্ঞার কারণে এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন দল টহল দিচ্ছে এবং সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫