ওয়াশ খাতে বরাদ্দ কমেছে: উদ্বেগ প্রকাশ করলেন হোসেন জিল্লুর রহমান

প্রকাশকালঃ ১৩ জুন ২০২৪ ০৪:০৭ অপরাহ্ণ ৬৬৪ বার পঠিত
ওয়াশ খাতে বরাদ্দ কমেছে: উদ্বেগ প্রকাশ করলেন হোসেন জিল্লুর রহমান

ঢাকা প্রেসঃ

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পানি ও স্যানিটেশন (ওয়াশ) খাতে বরাদ্দ সাড়ে ২২ শতাংশ কমানো হয়েছে।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেছেন, "মানুষের জীবনমান নির্ভর করে সুনির্দিষ্ট খাতভিত্তিক বরাদ্দের উপর। কিন্তু দুঃখজনকভাবে, ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে ওয়াশ খাতে মূল বাজেটের তুলনায় বরাদ্দ কমানো হয়েছে ১৮ শতাংশ।** তাছাড়া, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও এ খাতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ২২ শতাংশ। যা কোনোভাবেই কাম্য নয়।"

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, "সুপেয় ও নিরাপদ পানি কত সংখ্যক মানুষ পাচ্ছে, স্যানিটেশনে আমরা কতদূর এগিয়েছি - এসব বিষয় গুরুত্বপূর্ণ। শুধু পাকা পায়খানার ব্যবস্থা করলেই হবে না। মানব বর্জ্য নদীতে গিয়ে পড়ছে কিনা, সেটার সঠিক ব্যবস্থাপনা হচ্ছে কিনা - এসব বিষয়ও এখন অধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে।"

তিনি সুপারিশ করেছেন:

  • চলতি ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটের সমপরিমাণ বরাদ্দ আগামী বাজেটে ওয়াশ খাতের জন্য দেওয়া হোক।
  • ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি, বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
  • এ খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা উচিত।

উল্লেখ্য যে, বাংলাদেশে এখনও প্রায় 2 কোটি মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত।** এবং 5 কোটি মানুষের মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নেই।**

সুতরাং, ওয়াশ খাতে পর্যাপ্ত বরাদ্দ বরাদ্দ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।