|
প্রিন্টের সময়কালঃ ০৫ এপ্রিল ২০২৫ ০৮:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৩ ০২:৩২ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে বড়সড় ধাক্কাই খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড


আফগানিস্তানের বিপক্ষে বড়সড় ধাক্কাই খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড


দিল্লিতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে বড়সড় ধাক্কাই খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানদের কাছে ৬৯ রানের হার ইংলিশদের সেমিফাইনালের রাস্তা কঠিন করে তুলেছে। এ নিয়ে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিই হারল শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড। 

ইংলিশদের পরের ছয় ম্যাচের প্রতিটি এখন অনেকটা 'ফাইনালের মতো। হিসাব জটিল করে তোলা আফগানিস্তানের বিপক্ষে হারকে বড় ধাক্কা মানছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই হার দলকে বিধ্বস্ত করে দিয়েছে জানিয়ে ম্যাচ শেষে বাটলার বলেছেন, 'অবশ্যই, এটা বিশাল এক ধাক্কা। 


টুর্নামেন্ট শুরুর আগে প্রথম তিন ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা ছিল। আমি প্রচণ্ড হতাশ। আমরা দারুণ পারফর্ম করার জন্য এসেছিলাম। আজ একেবারে বিধ্বস্ত হয়ে গেছি। আফগানিস্তানের জয়টা প্রাপ্য।' তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাটলার।

নিজেদের আক্রমণাত্মক ক্রিকেটেই এই কাজটা করতে চান ইংল্যান্ড অধিনায়ক। বাটলারের মতে, 'আমাদের ভিন্ন মেজাজ দেখাতে হবে। প্রবল বিশ্বাস নিয়ে প্রতিরোধ দেখাতে হবে। আমাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। আমরা পর্যাপ্ত ভালো খেলিনি; কিন্তু নিজেদের ওপর বিশ্বাস আছে।

আমরা এমন এক পরিস্থিতিতে পড়েছি, যেখান থেকে উঠে দাঁড়াতে হলে নিজেদের সবচেয়ে সেরা ক্রিকেট খেলতে হবে।'


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫