‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’র আত্মপ্রকাশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীতে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শনিবার সকালে সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন মুহাম্মাদ আবদুল আহাদ নূর এবং সদস্যসচিবের দায়িত্বে আছেন মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম, যিনি ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঘোষণা দেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন: উপদেষ্টা মুক্তিযোদ্ধা এ কে সামসুল হক কাবা, মুফতি মহিউদ্দিন, মুফতি আবদুল হালিম, এনাম জয়নাল আবেদীন, এম হাবিব উল্লাহ, কি এম সাদ বিন রানী, ফারুক আলম, জি এম মোস্তফা মিলন, মনোয়ার হোসেন বাবুল, প্রফেসর খোদাদাদ খান, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর, ফিরোজ আলম, মো. হাসান আলী এবং আরও অনেকে।
এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির, ওসমান গনি খোকন, অ্যাডভোকেট রেজাউল হক রেজা ও অ্যাডভোকেট গিয়াসউদ্দিন শাহিন দায়িত্ব পালন করবেন। যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন ইশারুল হোসেন ও মোল্লা মো. জমির উদ্দিন।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করে মুহাম্মাদ আবদুল আহাদ নূর জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুসংহত করতে তারা স্বতন্ত্র স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ, সম্মানের ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক পরিচালনা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সামরিক শক্তি বৃদ্ধিতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫