দুধকুমারে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্রের মরদেহ এক দিন পর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তার মরদেহ নদে ভেসে উঠতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
ওই শিক্ষার্থীর নাম মো. তাসিম বিল্লাহ ওরফে সাজিম (১৩)। সে নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদ্রাসা থেকে হাফেজি পাস করেছে সে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আরও তিন বন্ধুর সঙ্গে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদের তীরে বেড়াতে যায় তাসিম বিল্লাহ। পরে তাসিম ও তার এক বন্ধু নদে গোসল করতে নেমে সাঁতার কেটে নদ পার হয়। ফেরার সময় মাঝনদে ডুবে গিয়ে নিখোঁজ হয় তাসিম। এ সময় অন্যদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গতকাল বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরুর পর তাকে খুঁজে না পেয়ে অভিযান শেষ করে। এরপর আজ তার মরদেহ নদে ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গতকাল নিখোঁজের খবর পেয়ে বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। আজ আবার উদ্ধারকাজ চলাকালে ঘটনাস্থলের আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গতকাল সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ আজ দুধকুমার নদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫