|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৬:৩৪ অপরাহ্ণ

মোবাইল কলরেট ও ওষুধসহ কয়েক খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার


মোবাইল কলরেট ও ওষুধসহ কয়েক খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার


ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কয়েকটি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ওষুধ, তৈরি পোশাক, রেস্টুরেন্ট, গ্যারেজ ও ওয়ার্কশপ, মোবাইল ফোন, এবং আইএসপি সেবাসহ বেশ কয়েকটি খাতের উপর থেকে এই সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে বুধবার (২২ জানুয়ারি) এনবিআর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আর্থিক ভিত শক্তিশালী করার লক্ষ্যে ৯ জানুয়ারি কিছু আইন ও অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মাধ্যমে কয়েকটি পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্ক পুনর্নির্ধারণ করা হয়। তবে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও অংশীজনের অনুরোধে, বৃহত্তর জনস্বার্থে এনবিআর আজ নতুন চারটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বেশ কিছু খাতে পূর্বের ভ্যাটের হার পুনর্বহাল করা হয়েছে।

 

ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বাড়ানো ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করে আগের হার ২.৪ শতাংশ বহাল করা হয়েছে। এতে চিকিৎসা সেবা সহজলভ্য হবে এবং ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না বলে আশা করা হচ্ছে।

 

মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারে বাড়ানো সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর আরোপিত নতুন সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত ডিজিটাইজেশন কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং গ্রাহকদের খরচ বাড়বে না।

 

থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ-স্টার হোটেল ব্যতীত অন্য সব রেস্টুরেন্টের অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে সাধারণ মানুষ আগের মতোই খাবার গ্রহণ করতে পারবেন।


নিজস্ব ব্র্যান্ড ছাড়া অন্যান্য তৈরি পোশাকের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। নন-এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, এবং নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

 

ই-বুক সেবা, মেট্রোরেল, এবং হজ টিকিটের ওপর ভ্যাট ও আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার বাড়ানো ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে।
 

এই পরিবর্তনগুলো সাধারণ জনগণের আর্থিক চাপ কমাবে এবং দেশীয় শিল্পের বিকাশে সহায়ক হবে বলে মনে করছে এনবিআর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫