তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ ৬ আলেম

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হককে সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা কাবুলে পৌঁছান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি সফরকালে ইমারাতে ইসলামিয়া সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনায় মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা প্রসঙ্গেও সরাসরি বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এ সফরে দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক জোরদার করা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে প্রতিনিধি দলের।
প্রতিনিধি দলে রয়েছেন—
-
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর)
-
মাওলানা আবদুল আউয়াল
-
মাওলানা আবদুল হক
-
মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী
-
মাওলানা মনির হোসাইন কাসেমী
-
মাওলানা মাহবুবুর রহমান
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হক ও তার সঙ্গীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে ওমরাহ সম্পন্ন করার পর তারা দুবাই হয়ে কাবুলে পৌঁছান। সফরের অংশ হিসেবে মামুনুল হকের মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ সফরেরও পরিকল্পনা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫