|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০৭:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০১:১৭ অপরাহ্ণ

মোংলায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা


মোংলায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা


ঢাকা প্রেস,মোংলা উপজেলা (বাগেরহাট);-

 

বাগেরহাটের মোংলা উপজেলায় প্রকাশ্যে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মাকড়ঢোন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহত নারীর পরিবার অভিযোগ করেছে, হত্যার পেছনে তন্ময় মণ্ডল (৩৫) নামে এক যুবক জড়িত। তবে এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

জানা গেছে, সন্ধ্যায় পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়িতে যান তন্ময় মণ্ডল। সুনীলের স্ত্রী সবিতা মল্লিক জানান, সুনীল বাড়িতে নেই। তন্ময় তখন তাকে রাস্তায় এগিয়ে দেওয়ার অনুরোধ করেন।
 

সবিতা মল্লিক তাকে এগিয়ে দিতে গেলে বাড়ির পুকুর পাড়ে পৌঁছানোর পর তন্ময় দা দিয়ে তাকে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেন। পরে স্থানীয়রা সবিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও পানিতে ডুবে যাওয়ার কারণে সবিতার মৃত্যু হয়েছে।

 

অভিযুক্ত তন্ময় মণ্ডল মাকড়ঢোনের কালিপদ মণ্ডল ওরফে কালুর ছেলে এবং পেশায় একজন ইজিবাইক চালক।
 

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, "এটি একটি হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তার করা গেলে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫