বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শপথ গ্রহণের পর থেকেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের ছবি ব্যবহার করে বিভিন্ন সংস্থা বিজ্ঞাপন দিচ্ছিল। তবে, আজ শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, "পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।"
এই নিষেধাজ্ঞা জারির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫