|
প্রিন্টের সময়কালঃ ১৬ আগu ২০২৫ ০৫:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ আগu ২০২৫ ০৫:৩৫ অপরাহ্ণ

সচিবালয়ে সন্ধ্যা ৬টার পর অবস্থান নিষিদ্ধ, মিছিল-সমাবেশও বারণ


সচিবালয়ে সন্ধ্যা ৬টার পর অবস্থান নিষিদ্ধ, মিছিল-সমাবেশও বারণ


সরকার সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে সাতটি কঠোর নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত এই নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে।
 

নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া, সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণে কোনো লিফলেট বিতরণও যাবে না।
 

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, দেশের প্রশাসনের কেন্দ্রস্থল হিসেবে সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেক ভবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

সচিবালয়ের জন্য সাতটি নির্দেশনা:

১. সচিবালয়ের অভ্যন্তরে কোনো মিছিল, সমাবেশ বা গণজমায়েত অনুমোদন ছাড়া করা যাবে না।
২. মন্ত্রণালয় ও বিভাগের সম্মেলন কক্ষে অনুমতি ছাড়া কোনো সভা, সমাবেশ বা পেশাগত সংগঠন ও সমিতির বৈঠক হতে পারবে না।
৩. সন্ধ্যা ৬টার পর জরুরি দাপ্তরিক কাজে সচিবালয়ে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগে থেকে অবহিত করতে হবে।
৪. সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে দাপ্তরিক কাজে সচিবালয়ে থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
৫. সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ পাস অবশ্যই দৃশ্যমান রাখতে হবে।
৬. সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণে কোনো ধরনের লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না।
৭. সচিবালয়ে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনী গাড়ি ও ব্যক্তিদের সম্পূর্ণ তল্লাশি নিশ্চিত করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫