রংপুরে সাত দোকানে মোবাইল ফোন লুট: মুখোশধারীদের দুঃসাহসিক অভিযান

ঢাকা প্রেস,রংপুর প্রতিনিধি:-
রংপুর নগরীর প্রাণকেন্দ্র প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলায় সাতটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানগুলোর তালা ভেঙে মূল্যবান মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪-৫ জন মুখোশধারী যুবক কমান্ডো স্টাইলে একে একে সাতটি দোকানের তালা ভেঙে কয়েক শ বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে যায়।
দোকানদারদের তথ্য অনুযায়ী, ওই সময় পুরো কমপ্লেক্সের সব দোকান বন্ধ ছিল। সাধারণত সকাল ১১টার আগে এই মার্কেটের দোকানগুলো খোলা হয় না।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম) সিবলী সাদিক ঘটনাস্থলে আসেন। তিনি দোকানগুলোর র্যাকগুলো সম্পূর্ণ খালি দেখতে পান। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশধারীরা তালা ভেঙে দোকানে ঢুকে কয়েকটি ব্যাগে মোবাইল ফোন ভর্তি করে নিয়ে চলে যায়।
রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এ চুরির ঘটনায় বিকেল ৩টা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোরদের ধরতে অভিযান চলছে।
এ ঘটনায় পুরো মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫