গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: আইজিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী একযোগে কাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (১৬ জুলাই) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ ধৈর্য ধরেছি। গোপালগঞ্জে লিথ্যাল কিছুই ব্যবহার করা হয়নি। সে কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।”
তিনি আরও বলেন, “যতটুকু উচ্ছৃঙ্খলতা হয়েছে, তা আমরা সহনশীলভাবে মোকাবিলা করার চেষ্টা করেছি। বর্তমানে আরও পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে, যাতে পুরো পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায়।”
বুধবার দুপুর থেকে গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। যদিও পরে সেনা ও পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের নিরাপদে শহর থেকে সরিয়ে নেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫