পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বিরল বাগাড় মাছ, বিক্রি ৪৮ হাজার টাকায়

ঢাকা প্রেস
হরিরামপুর উপজেলা (মানিকগঞ্জ) প্রতিনিধি:-
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ। রোববার (১ ডিসেম্বর) গভীর রাতে ধরা পড়া মাছটি সোমবার (২ ডিসেম্বর) সকালে শিবালয়ের আরিচা মাছের আড়তে ১,১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
রোববার রাত সাড়ে ৩টার দিকে হরিরামপুরের হরিণাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মায় জাল পাতেন জেলে আব্দুল মোমিনসহ আরও তিনজন। তাদের মধ্যে মোমিনের জালে আটকা পড়ে বিশাল বাগাড় মাছটি। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা মোমিন জানান, মাছটি ধরার পর তারা আনন্দে আত্মহারা হয়ে যান। পরে আরিচা আড়তে নিয়ে গিয়ে মাছটি বিক্রি করেন।
জেলে আমির হামজা বলেন, “বড় মাছ জালে ধরা পড়লে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরও খুশি লাগে।"
আরেক জেলে আদর আলী জানান, “এত বড় মাছ জালে তোলার পর আমাদের খুব ভালো লেগেছে। তবে এমন মাছ সবসময় ধরা পড়ে না।”
আরিচা মাছের আড়তদার মামুন মিয়া জানান, সোমবার সকালে মোমিন মাছটি নিয়ে আসেন। পরে ১,১০০ টাকা কেজি দরে ঢাকার এক পাইকারি ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়।
মানিকগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, পদ্মা নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় মাছের প্রাকৃতিক পরিবেশও আগের মতো নেই। তবে এখনও মাঝে মাঝে বড় মাছ ধরা পড়ে, যা জেলেদের জন্য লাভজনক। তিনি বলেন, “নদীর পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ, বাগাড় মাছটি ইতোমধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে।”
পদ্মায় ধরা পড়া এমন বিরল মাছ জেলেদের জীবিকা ও আনন্দের উৎস। তবে এ ধরনের মাছ সংরক্ষণ এবং নদীর পরিবেশ সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫