|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৩ ০৬:৩৪ অপরাহ্ণ

তামাক নিয়ন্ত্রণ সেলে চাকরি


তামাক নিয়ন্ত্রণ সেলে চাকরি


জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে একটি প্রকল্পে প্রোগ্রাম অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জিইপি ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: প্রোগ্রাম অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: পাবলিক হেলথ/সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় পাবলিক হেলথ–সংক্রান্ত প্রকল্পে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তামাক নিয়ন্ত্রণ প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট ব্যবস্থাপনা জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। তামাক বা কোনো ধরনের মাদক ব্যবহারকারীর আবেদনের প্রয়োজন নেই। এ বিষয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।


বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ পূর্ণাঙ্গ সিভি জিইপি ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে। খামের ওপর বা ই-মেইলের সাবজেক্টে ‘Application for the position of Program Officer’ লিখতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, আনসারি ভবন (পঞ্চম তলা), ১৪/২ তোপখানা রোড, ঢাকা-১০০০। ই-মেইল: ntcc_bangladesh@yahoo.com।

আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৩।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫