|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০২:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ণ

বগুড়ায় সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’


বগুড়ায় সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’


ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-


বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে "মৃত্যুর জন্য প্রস্তুতি নাও" লেখা পাওয়া যাওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে সায়েম ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে এই হুমকিমূলক বার্তা দেখতে পান। এর ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

 

সায়েম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
 

ঘটনার পরিপ্রেক্ষিতে সায়েম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থেকেই থানার একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫