বন্দরটিলায় আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান বক্তা সৈয়দ হাসান আল আহযারী
হোসেন বাবলা, চট্টগ্রাম:

“ইসলাম শান্তির বার্তা নিয়ে কেয়ামত পর্যন্ত আলোর পথ দেখাবে”

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাঁচাবাজার দোকান মালিক সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজন করা হয় আজিমুশশান নূরানী মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব শাইখ আল্লামা সৈয়দ হাসান আল আহযারী।
তিনি বলেন, “ইসলাম শান্তি ও সৌহার্দ্যের ধর্ম। এই ধর্ম কেয়ামত পর্যন্ত মানবতার জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। যারা সমাজে বাতিল ও ফেতনার সৃষ্টি করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
মাহফিলে প্রধান অতিথি ছিলেন দরবারে আযমের পীর সাহেব আলহাজ্ব খাজা মুহাম্মদ ইসমাঈল হোসাইন আল কাদেরী (মা:জি:আঃ)। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ মুছা।
সমাজসেবক মোঃ মুসা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শায়ের মাওলানা মোঃ আমির উদ্দিন আমিরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সভাপতি মোঃ নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ জাহেদ আনসারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের সওদাগর এবং সদস্য মোঃ নূরুন নবী, মোঃ আব্দুল শুক্কুর, মোঃ জসীম উদ্দিন, মোঃ আবুল কালাম, মোঃ আইয়ুব খান, মোঃ আমীর ও ইদ্রিস সওদাগর প্রমুখ।
অনুষ্ঠানে উদযাপন কমিটির ২৩ সদস্যের সবাই সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
রোববার রাতে বিশেষ মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে আজিমুশশান নূরানী মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫