২০২৩-২০২৪ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান:

ঢাকা প্রেস
বিনোদন প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ১৪ কোটি টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র:
- মুক্তিযুদ্ধভিত্তিক:
- পাকিস্তানে বন্দিজীবন (পরিচালক ও প্রযোজক: সাজেদুল ইসলাম) - ৭৫ লাখ টাকা
- ছোঁয়া (পরিচালক ও প্রযোজক: রাকিবুল হাসান) - ৭৫ লাখ টাকা
- শিশুতোষ:
- অদ–ভুত (প্রযোজক: রাইদ মোরশেদ, পরিচালক: তাওকীর ইসলাম) - ৫০ লাখ টাকা
- চলনবিলের মানিক (প্রযোজক ও পরিচালক: নিয়ামুল মুক্তা) - ৫০ লাখ টাকা
- প্রামাণ্যচিত্র:
- নো ম্যাডস অব দ্য নর্থ (পরিচালক ও প্রযোজক: পিপলু আর খান) - ৫০ লাখ টাকা
- কালের যাত্রা (প্রযোজক ও পরিচালক: রাসেল রানা দোজা) - ৫০ লাখ টাকা
- সাধারণ:
- মিহিন গাথা (পরিচালক ও প্রযোজক: মির্জা শবনব ফেরদৌসী) - ৭৫ লাখ টাকা
- ঠিকানা (পরিচালক ও প্রযোজক: জাহাঙ্গীর হোসেন বাবর) - ৭৫ লাখ টাকা
- সুরাইয়া (প্রযোজক: ফজলে হাসান শিশির, পরিচালক: রবিউল আলম রবি) - ৭৫ লাখ টাকা
- জয়া (পরিচালক ও প্রযোজক: গোলাম মোস্তফা) - ৭৫ লাখ টাকা
- লোভ (প্রযোজক: পিংকি আক্তার, পরিচালক: সঞ্জয় সমাদ্দার) - ৭৫ লাখ টাকা
- সখী রঙ্গমালা (পরিচালক ও প্রযোজক: এন রাশেদ চৌধুরী) - ৭৫ লাখ টাকা
- জাত (প্রযোজক: শেলী কাদের, পরিচালক: নারগিস আক্তার) - ৭৫ লাখ টাকা
- ময়নার চার (প্রযোজক: সুমন পারভেজ, পরিচালক: এ জেড এম মোস্তাফিজুর রহমান বাবু) - ৭৫ লাখ টাকা
- কালবেলা (প্রযোজক ও পরিচালক: ইব্রাহীম খলিল মিশুক (মিশুক মনি)) - ৭৫ লাখ টাকা
- সেয়ানা (প্রযোজক: মনোজ প্রামাণিক, পরিচালক: ইকবাল হাসান খান) - ৭৫ লাখ টাকা
- আজিরন (প্রযোজক ও পরিচালক: গীতালি হাসান) - ৭৫ লাখ টাকা
- পোস্টমর্টেম (প্রযোজক: মো. নিজাম উদ্দিন, পরিচালক: আরিফ সিদ্দিকী) - ৭৫ লাখ টাকা ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫