এরশাদের সাবেক স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের মামলা

ঢাকা প্রেস নিউজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে গতকাল সোমবার এ মামলার আবেদন করেন ব্যবসায়ী মোরশেদ মঞ্জুর।
মামলার আবেদনে বলা হয়, মোরশেদ মঞ্জুর বিদিশার সঙ্গে যৌথ ব্যবসা করতেন। এরশাদের মৃত্যুর পর বিদিশাকে ১ কোটি ৮০ লাখ টাকা ধার দেন। কিন্তু বিদিশা ওই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন বলে মোরশেদ মঞ্জুর অভিযোগ করেন।
অন্যদিকে, বিদিশা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মোরশেদ মঞ্জুর একসময় তাদের গাড়িচালক ছিলেন এবং তিনি গাড়ি চুরি করেছিলেন। এই মামলা থেকে বাঁচতেই তিনি মিথ্যা অভিযোগ করেছেন।
আদালত আগামী ৫ আগস্ট পরবর্তী দিন ধার্য রেখেছেন শুনানির জন্য। সেদিন বাদীর বক্তব্য গ্রহণ করে আদালত পরবর্তী আদেশ দেবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫