|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০১:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৪:১৮ অপরাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে


রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে শত শত বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। প্রায় ৩ ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা এই কাজে অংশগ্রহণ করে।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আগুন লাগে। উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সৃষ্টি হতে পারে। ওসি আরিফ আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুনের উৎস সম্পর্কে তদন্ত করছে।
 

দুপুরের দিকে লম্বাশিয়া ক্যাম্পের একটি বসতবাড়িতে আগুন লাগে, যা দ্রুত আশপাশের বাড়িঘর ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং দুপুর ২টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
 

এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কিনা বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি আরিফ হোসাইন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫