রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা: ডিএমপি’র স্পষ্টীকরণ
রাজধানীর কাকরাইল মোড়ে রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য একজন মেকানিক আনা হয়। বারবার চেষ্টা করেও গাড়িটি সচল করা সম্ভব না হলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। এতে মেকানিক সামান্য আহত হন।
ডিএমপি আরও জানায়, ঘটনাটিকে সামাজিক মাধ্যমে কেউ কেউ ভিন্নভাবে প্রচার করছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এটি ছিল একটি দুর্ঘটনা। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলকে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
উল্লেখ্য, এর আগে একইদিন সকালে রাজধানীর উত্তরায় ইঞ্জিন ওভারহিট হয়ে একটি মাইক্রোবাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫