|
প্রিন্টের সময়কালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০১:০৫ অপরাহ্ণ

বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ


বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ


অনলাইন ডেস্ক:


 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সোমবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার দিকে মিছিল থেকে কিছু কর্মী উপজেলা সদর থেকে কামালপুর গ্রামের দিকে গিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে প্রবেশ করেন।
 

তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও তৈজসপত্র ভাঙচুর করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আবদুল হামিদের ছবি অপমান ও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে তখন কেউ উপস্থিত ছিলেন না।
 

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন।
 

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমরা সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে আনন্দ মিছিল করেছি। রাতের বেলায় বিএনপির নাম ব্যবহার করে অন্য কেউ এই ঘটনার সুযোগ নিয়েছে। এর সঙ্গে বিএনপি জড়িত নয়।”

 

ঘটনার খবর পেয়ে মিঠামইন থানার ওসি আলমগীর কবীর সেনা সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের আলামত সংগ্রহ করেন। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
 

ওসি আলমগীর কবীর জানান, সেনা সদস্যরাও টহল দিচ্ছেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫