|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৫:২৯ অপরাহ্ণ

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেপ্তার নোয়াখালীর আওয়ামী লীগ নেতা


বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেপ্তার নোয়াখালীর আওয়ামী লীগ নেতা


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসে নোয়াখালীর একজন আওয়ামী লীগ নেতা এম এ আজিজ (৬৭) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি কোতোয়ালি থানার পুলিশ হেফাজতে রয়েছেন।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থানার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

সোমবার রাতে নগরীর ওই কমিউনিটি সেন্টার থেকে এম এ আজিজকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
 

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, এম এ আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার হাজিপুরের হালিম কোম্পানির বাড়িতে।
 

প্রসঙ্গত, এম এ আজিজ সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। চট্টগ্রামে তার এক ভাতিজার বিয়ের অনুষ্ঠানে আসার পর তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫