|
প্রিন্টের সময়কালঃ ০৯ মে ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৫ ০১:২২ অপরাহ্ণ

কুমিল্লায় বাহার পরিবারের সাড়ে ৭২ কোটি টাকার অবৈধ সম্পদ


কুমিল্লায় বাহার পরিবারের সাড়ে ৭২ কোটি টাকার অবৈধ সম্পদ


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

কুমিল্লা-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের পরিবারের বিরুদ্ধে সাড়ে ৭২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত করে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে।
 

দুদকের তথ্য......
সোমবার (২০ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক চিঠিতে জানিয়েছেন, সাবেক এমপি বাহার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ২৯টি ব্যাংক হিসাবে ২৫৮ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৯০৫ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা হয়েছে।

 

মেয়র সূচনার বিরুদ্ধে অভিযোগ.......
দ্বিতীয় মামলায় কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাকে আসামি করা হয়েছে। তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

 

বাহারের স্ত্রী মেহেরুন্নেসার সম্পদ........
তৃতীয় মামলায় বাহারের স্ত্রী মেহেরুন্নেসাকে আসামি করা হয়েছে। একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে স্বামীর অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

 

দুই মেয়ের সম্পদ.......
দুদকের তদন্তে বাহারের দুই মেয়ে আয়মান বাহারের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার এবং আজিজা বাহারের বিরুদ্ধে ৬৫ লাখ ৫৫ হাজার ২২২ টাকার জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

 

ক্ষমতার পরিবর্তন ও আত্মগোপন........
ক্ষমতার পালাবদলের পর বাহার পরিবার আত্মগোপনে চলে যায়। এছাড়া কুমিল্লার ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক এমপি বাহাউদ্দীন বাহারকে প্রধান আসামি করে আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫