শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ড, মালামাল সম্পূর্ণ ভস্মীভূত

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে একটি ম্যাট্রেস কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মাওনা চৌরাস্তা) এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হঠাৎ করেই গুদামে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুইটি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
কারখানার মালিক পারভেজ জানান, পাঁচতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে তিনি ম্যাট্রেস তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অগ্নিকাণ্ডে তার গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, "সবকিছু শেষ হয়ে গেছে। জানি না আবার কীভাবে ঘুরে দাঁড়াব।"
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫