|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৩ ০১:০৩ অপরাহ্ণ

আজ বাড়তে পারে তাপমাত্রা আরো


আজ বাড়তে পারে তাপমাত্রা আরো


মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় গতকাল দেশে বৃষ্টি আরো কমেছে। আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে মাত্র ১১টিতে গতকাল বৃষ্টির খবর মিলেছে। বেশির ভাগ জায়গায় বৃষ্টির পরিমাণও ছিল যৎসামান্য। ফলে তাপমাত্রা ও গরম ছিল বেশি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশে তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে আগামী বুধবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘মৌসুমি বায়ু কম সক্রিয় হয়ে পড়ায় বৃষ্টি অনেক কমে গেছে। 


আজ (গতকাল) দেশে বৃষ্টিপাতের পরিমাণ ও এলাকা খুবই কম ছিল। আগামীকালও (আজ) এমনটাই থাকবে। তাপমাত্রাও বাড়বে কিছুটা। কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে। তবে ২৩ আগস্ট থেকে পরের এক সপ্তাহে সারা দেশে কমবেশি বৃষ্টি হবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পরবর্তী সময়ে উত্তর ছত্তিশগড় ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করলেও গতকাল পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫