চট্টগ্রামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির অনুদানের চেক বিতরণ কর্মসূচি সু-সম্পন্ন

ঢাকা প্রেস
মো: কায়সার আশ্রাফী,বিভাগীয় প্রধান (চট্রগ্রাম):-
নগরীর কাজীর দেউড়িস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্স সংলগ্ন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা কার্যালয়ে সমিতির বিভিন্ন স্তরের ১৫৯ জন কে সম্প্রতি অনুদান প্রদান করা হয়।
বিগত ৩০ ডিসেম্বর ( সোমবার), চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সম্মাতিক্রমে প্রায় ১৪,৫১,০০০/(চৌদ্দ লাখ একান্ন হাজার টাকা) একাউন্ট পে চেক বিতরণ কর্মসূচি সু-সম্পন্ন করেন। এতে শিক্ষা বৃত্তি বাবদ ২৫জন, এককালীন অনুদান ৫৯ জন, সাধারণ চিকিৎসা সহায়তায় ৬২, ব্যয়বহুল চিকিৎসা সেবায় ২জন সহ মোট ১৫৯ জন কে অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান।
তিনি আরো বলেন, অনুদান প্রদান কালে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মোঃ আবুল হাশেম মাষ্টার ।
এসময় বিতরণ কর্মসূচিতে বিভিন্ন উপজেলা, থানা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫