|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০৭:১০ অপরাহ্ণ

শহীদ মিনারে এক দফা দাবি: সরকার পতনের ডাক


শহীদ মিনারে এক দফা দাবি: সরকার পতনের ডাক


ঢাকা প্রেস নিউজ


শনিবার, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

 

নাহিদ ইসলাম বলেন, "মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এই এক দফা দাবির সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুরো সরকারকে পদত্যাগ করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে হবে।"
 

তিনি আরও বলেন, "আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের মানুষ, ছাত্র সংগঠন ও পেশাজীবীদের সম্মিলিত মোর্চায় আনব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের একটি নতুন রূপরেখা তৈরি করব।"
 

নাহিদ ইসলাম সকলকে এই অভ্যুত্থানে যোগ দিতে এবং পাড়া-মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরুর ঘোষণাও দিয়েছেন।
 

উল্লেখ্য: এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। ১ জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন সংঘর্ষে রূপ নিয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫