লাশবাড়ীতে দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রতন (পলাশবাড়ী প্রতিনিধি):-
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।স্বর্তঃফূত ভাবে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন৷
আজ শনিবার সকাল হতে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে ফলাফল প্রকাশিত হয়।
নির্বাচনে মোট ভোটার ৯২ জন। ১২ টি পদের মধ্যে ধর্মীয় সম্পাদক সাইদুর রহমান রঞ্জু ও অর্থ সম্পাদক জাকারিয়া নবী মন্ডল পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। বাকি ১০ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্দিতা করেন ২৫ জন প্রার্থী। নির্বাচন শেষে ফলাফলে জানা যায়, সভাপতি পদে আমিনুল ইসলাম রানা ৭৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে আজাদুল ইসলাম সাবু ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ,সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর তিনি পেয়েছেন ৪৮ ভোট,সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ তিনি পেয়েছেন ৬৫ ভোট, ৫০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম রতন,এছাড়া কার্যকারী সদস্য পদে ১ নং সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল মাজেদ প্রধান তিনি পেয়েছেন ৫১ ভোট, সাঈস আনোয়ার উজ্জল ৪০ ভোট,ফরহাদ হোসেন রঞ্জু ৩৮ ভোট,জহুরুল ইসলাম ৩৫ ভোট, আনিছুর রহমান ৩৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,পলাশবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অহেদুল ইসলাম,গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫