|
প্রিন্টের সময়কালঃ ০৯ এপ্রিল ২০২৫ ০২:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০১:১৫ অপরাহ্ণ

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের দাবি গণ অধিকার পরিষদের


উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের দাবি গণ অধিকার পরিষদের


ঢাকা প্রেস নিউজ
 

দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
 

রোববার (১ ডিসেম্বর) সকালে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে দলটি দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে ১০ দফা প্রস্তাবনা উপস্থাপন করে এই দাবি জানায়।
 

প্রস্তাবনার মূল বিষয়বস্তু:

  • দুদকের অভ্যন্তরীণ সংস্কার: সবার আগে নিজ কমিশনে দুর্নীতিগ্রস্তদের শনাক্ত করতে হবে।
  • সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা: প্রতিবছর সরকারি কর্মকর্তাদের ও তাদের পরিবারের সম্পদের হিসাব প্রকাশের ব্যবস্থা চালু করতে হবে।
  • স্থানীয় পর্যায়ে কার্যক্রম বিস্তৃত: প্রতিটি থানায় দুদক অফিস স্থাপন এবং একটি জাতীয় দুর্নীতি হেল্পলাইন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • নাগরিক অংশগ্রহণ: স্থানীয় পর্যায়ে এক-তৃতীয়াংশ নাগরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করে প্রতিটি ইউনিয়নে ১৫ সদস্যের দুর্নীতিবিরোধী কমিশন গঠন করতে হবে।
     

গণ অধিকার পরিষদ আরও জানায়, দুর্নীতি প্রতিরোধে আইন যথেষ্ট শক্তিশালী হলেও তা কার্যকর করতে যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫