সাগরপথে মালয়েশিয়া পাচারচেষ্টা: নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে কোস্টগার্ডের মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে সই করেছেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে। এই তথ্যের ওপর ভিত্তি করে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় সাগরপথে পাচারের অপেক্ষায় থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে—উন্নত জীবনের আশ্বাস, উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশ যাওয়ার প্রতিশ্রুতি—মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের ফাঁদে ফেলার চেষ্টা করছিল।
অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত ও আটক করার জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫