|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ণ

কমিউনিটি ব্যাংক এবং পুনাকের মধ্যে চুক্তি স্বাক্ষর


কমিউনিটি ব্যাংক এবং পুনাকের মধ্যে চুক্তি স্বাক্ষর


অনলাইন ডেস্ক:-

 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মধ্যে ক্রেডিট কার্ডের সুবিধা ও পরিষেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
 

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কাইয়ুম খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
 

এ সময় পুনাকের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদা ওয়াহাবসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

চুক্তি অনুযায়ী, এখন থেকে কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা সব পণ্যে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন এবং প্রতি বিলিং সাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক সুবিধা উপভোগ করবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫