ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে নামতে পারল না পাঁচটি যাত্রীবাহী বিমান

ঘন কুয়াশায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারল না পাঁচটি যাত্রীবাহী বিমান। এগুলো পরে চট্টগ্রাম ও কলকাতায় চলে যায়। বেলা বেড়ে যাওয়ার পর থেকে অবশ্য শাহজালালে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ বুধবার বেলা ১১টার দিকে বলেন, আজ ভোর থেকে ঘন কুয়াশা ছিল।
কুয়াশার কারণে আজ রাত সাড়ে তিনটা থেকে সকাল ৯টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীবাহী বিমান গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম ও কলকাতায় চলে যায়। এর মধ্যে চারটি যাত্রীবাহী বিমান যায় চট্টগ্রামও আর একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
রাজধানীসহ দেশের প্রায় সবখানে আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা গতকাল মঙ্গলবারের চেয়ে বেড়েছে। তবে কমেনি কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণের আকাশ আজ মেঘলা। আর উত্তর, ঢাকাসহ মধ্যাঞ্চলের আকাশে ভোর থেকে ঘন কুয়াশা ছিল।
তবে আজ ৯টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজের ওঠানামা স্বাভাবিক হয়ে যায় বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়।
আন্তর্জাতিক ফ্লাইটগুলো হলো:
-
জিএস ৫৮০, কোরিয়া এয়ার, সিউল থেকে ছেড়ে আসা
-
ইউএস-১৮৪, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নিউ ইয়র্ক থেকে ছেড়ে আসা
-
ইউএস-৬৪, ইউএস-বাংলা এয়ারলাইন্স, লস অ্যাঞ্জেলেস থেকে ছেড়ে আসা
অভ্যন্তরীণ ফ্লাইটগুলো হলো:
-
ইউএস-৩৬, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সিলেট থেকে ছেড়ে আসা
-
ইউএস-৩৭, ইউএস-বাংলা এয়ারলাইন্স, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা
ফ্লাইটগুলোর যাত্রীদেরকে পরবর্তী নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫