|
প্রিন্টের সময়কালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৪ অপরাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে তীব্র যানজট


ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে তীব্র যানজট


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধরা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে নির্বাচনি আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করা হয়।
 

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্তত ১০ কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।
 

বিক্ষোভকারীরা জানান, আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করার প্রতিবাদেই এ অবরোধ করা হয়েছে।
 

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে।
 

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন অভিযোগ করে বলেন, বিজয়নগরকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়বে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নের মানুষ। উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন তারা। তাই অবিলম্বে দুই ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫