|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ণ

মাধবপুরে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ ডজন মামলার আসামী গ্রেফতার।


মাধবপুরে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ ডজন মামলার আসামী গ্রেফতার।


ঢাকা প্রেস,মো ইপাজ খাঁ,বিশেষ প্রতিনিধি:-
 

মাধবপুরে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী রজব আলী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার চৌমুহনী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রজব আলী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- গ্রেফতারকৃত রজব আলী এলাকার একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চুরিসহ অন্তত ডজনখানেক মামলা রয়েছে। এতদিন সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিল। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫